ফেইসবুকে সম্প্রতি একটি ছবি সবার মাঝে বেশ নাড়া দিয়েছে। সেটি হচ্ছে সাবেক সংসদ সদস্য শফিকুরর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরীর মধ্যে মিষ্টি বিনিময়। লন্ডনে এক অনুষ্ঠানে তারা উপস্থিত থেকে একে অপরকে মিষ্টি মুখ করে আনন্দ উচ্ছাস প্রকাশ করলেন।
ফেইসবুকে তাদেরকে নিয়ে অনুভূতিগুলো নিচে তুলে ধরা হলোঃ
সাবেক সংসদ সদস্য শফিকুরর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী দু’জনই জনপ্রিয় নেতা। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অকুতোভয় সেনানী। তাদের দু জনকে নিয়ে সিলেট-আসনে আওয়ামী লীগ কর্মীদের দুটি গ্র“প রয়েছে। কিন্তু ওই দুই নেতার মাঝে কোনো গ্র“পিং, রেশারেশি নেই। আছে পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতা। এই ছবিগুলোই তার প্রমাণ। আমাদের দৃঢ় আশা, তাদের এই হৃদ্যতা অটুট থাকবে এবং আগামী নির্বাচনে সিলেট-আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে।